রাজেন রায়, কলকাতা, ২ নভেম্বর: বারংবার রাজ্যের বিভিন্ন স্টেশনে যাত্রী বিক্ষোভ এবং ভাঙচুরের জেরে চাপে ছিল প্রশাসন। রেল-রাজ্য বৈঠকের পর এ বার লোকাল ট্রেন চালানোর কথা ঘোষণা করেই ফেলল রাজ্য। প্রথমে পূর্ব রেলের নিজস্ব বৈঠকের পর হয় নবান্নে বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য প্রশাসন এবং পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকরা।
সিদ্ধান্ত হয়েছে, আগামী ৭২ ঘন্টার মধ্যে লোকাল ট্রেন চালাতে প্রস্তুত রেল। আপাতত ১০ শতাংশ লোকাল ট্রেন চালানো হবে। কালীপুজোর পর আরও ট্রেন চালানো হবে বলে ঠিক হয়েছে বৈঠকে। ৭২ ঘন্টার মধ্যে লোকাল ট্রেন পরিষেবা শুরু করে দেবে রেলমন্ত্রক। মুম্বই মডেলেই ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছে রেলকর্তারা।
এদিন রেলের তিনটি ডিভিশনের যাত্রীদের সম্পূর্ণ তথ্যই রাজ্যের হাতে তুলে দেয় রেল কর্তৃপক্ষ। কোন স্টেশনে কত যাত্রী, অফিস টাইমে কত যাত্রী চলাচল করে সব তথ্যই দেওয়া হবে। পাশাপাশি আলোচনা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। তবে সব পক্ষই ট্রেন চালানোর পক্ষে সায় দিয়েছে বলেই খবর।
বৈঠকের আগেই এক রেলকর্তা জানিয়েছেন,‘সবরকমের প্রস্তুতি রয়েছে। পরিষেবা শুরু হলে কোনও অসুবিধা হওয়ার কথা নয়’। এদিনের বৈঠকের আগেই ফের হুগলির একাধিক স্টেশনে বিক্ষোভ দেখিয়েছে নিত্যযাত্রীরা। বৈদ্যবাটি স্টেশনে গাছের গুড়ি ফেলে অবরোধ করেন যাত্রীরা। স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে চেয়ে অবরোধ হয় হুগলির রিষড়া, শেওড়াফুলির মতো স্টেশনেও। তবে রেল চালুর ঘোষণা এবার সদর্থক বাতাবরণ বয়ে আনবে বলেই মনে করা হচ্ছে।