আমাদের ভারত, হুগলী, ১২ অক্টোবর: সোমবার সকালে ব্যাস্ততম দিনে রেল অবরোধ করল যাত্রীরা। হুগলীর চুঁচুড়া স্টেশনে সকালে হাওড়া গ্রামী একটি স্পেশাল ট্রেন ঢুকতেই ট্রেনের সামনের লাইনে বসে পড়ে যাত্রীরা। তাদের দাবি, এই ট্রেনগুলিতে সাধারণ মানুষদের উঠতে দিতে হবে, না হলে অবিলম্বে সাধারণ মানুষদের জন্য ট্রেন পরিষেবা চালু করতে হবে। অবিলম্বে টিকিট কাউন্টার খুলে দিতে হবে। গতকাল হুগলীর পান্ডুয়ায় এই একই সময়ে স্পেশাল ট্রেন আটকে বিক্ষোভ দেখিয়েছিল রেল যাত্রীরা। সোমবার ফের হুগলীতে রেল অবরোধ করল যাত্রীরা। ঘটনাস্থলে আরপিএফের আধিকারিকরা।