স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৮ ফেব্রুয়ারি: কৃষি আইন বাতিলের দাবিতে রেল অবরোধ কৃষক সংহতি মঞ্চের। তারা জানিয়েছে, সারাদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ কৃষ্ণনগরেও তারা কৃষি আইন বাতিলের দাবিতে একত্রিত হয়ে রেল অবরোধ করেছে। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ, যে কেন্দ্রীয় সরকারের যে তিনটি কৃষি আইন আনা হয়েছে তা অত্যন্ত মারাত্মক যা কৃষকদের স্বাধীনতা কেড়ে নেবে। সমস্ত কিছু জাতীয় ফসলের মালিকানা চলে যাবে বহুজাতিক কর্পোরেট সংস্থার হাতে। কোটি কোটি টাকা কর্পোরেট সংস্থা মজুদ করবে। কৃষকদের ঘর থেকে যখন শস্য উঠবে তখন এই কর্পোরেট সংস্থা অত্যধিক দামে তা সাধারণ মানুষকে বিক্রি করবে। ফলে একদিকে কৃষক দাম পাবে না আবার মানুষকে কিনতে হবে অত্যধিক দামে। এছাড়া কেন্দ্রীয় সরকার যে চুক্তি চাষ চালু করেছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
কৃষক সংহতি মঞ্চের বিশিষ্ট সদস্য অঞ্জন মুখার্জি জানান, কেন্দ্র যে কৃষক নিধনকারী তিনটি আইন চালু করেছে তার বিরুদ্ধে গত তিন মাস ধরে দিল্লিতে লক্ষ লক্ষ কৃষক আন্দোলন করছেন। সেই আন্দোলনকারীরাই আজ সারা ভারতবর্ষজুড়ে রেল রোকোর ডাক দিয়েছে। এই রেল রোকোকে সফল করবার জন্যই আমরা কৃষক ঐক্য মঞ্চ থেকে রেল অবরোধ করছি। আজ এরই প্রতিবাদে দুপুর ১২ থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত রেল অবরোধ করা হয়।