কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করার দাবিতে এবার লোধাশুলিতে রেল অবরোধ

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,২২ সেপ্টেম্বর: কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করার দাবিতে তিন দিন ধরে খেমাশুলিতে রেল ও জাতীয় সড়ক অবরোধ করেছে আদিবাসী জনজাতি কুড়মি সমাজের বিভিন্ন সংগঠন। ওই সংগঠনের ডাকা অবরোধ অব্যাহত রয়েছে। যার ফলে ৬ নম্বর জাতীয় সড়কে হাজার হাজার গাড়ি সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে রয়েছে। পণ্যবাহী গাড়িও দাঁড়িয়ে রয়েছে। যার ফলে গাড়িতে নষ্ট হচ্ছে কাঁচা সবজি ও ফল। কখন অবরোধ উঠবে তা প্রশাসনের কেউ বলতে পারছে না। রাস্তায় দাঁড়িয়ে থাকা মাছের গাড়িতে নষ্ট হচ্ছে মাছ ও কাঁচা সবজি থেকে শুরু করে পাউরুটি। ওষুধের গাড়িও দাঁড়িয়ে রয়েছে। বিশেষ করে সারিবদ্ধ ভাবে দাড়িয়ে পেঁয়াজের গাড়ি। তাদের দাবি আদায় না হলে লাগাতার রেল ও ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি চলবে।

লক্ষ লক্ষ টাকার জিনিস নষ্ট হচ্ছে অথচ হেলদোল নেই কারোর। এই আন্দোল মনে করিয়ে দিচ্ছে সিঙ্গুর আন্দোলনের কথা। আজ আবার নতুন করে ঝাড়গ্রামের লোধাশুলিতে ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ শুরু করে যার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে ঝাড়গ্রাম। কুড়মিদের এই আন্দোলন মনে করিয়ে দিচ্ছে ১৪ বছর আগের জঙ্গলমহল আন্দোলনের কথা। সামনেই পুজো, আর তার আগে এই অবরোধ আন্দোলনের ফলে জেরবার ঝাড়গ্রাম জেলা। যার ফলে ঝাড়গ্রাম জেলার জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে। কবে কখন অবরোধ ওঠে সে দিকেই তাকিয়ে সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *