স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া,২৫ মে: লোকাল ট্রেন চালু করার দাবি নিয়ে প্রায় দেড় ঘণ্টা ধরে ট্রেন অবরোধ করল যাত্রীরা। অবরোধের ফলে চূড়ান্ত হয়রানির শিকার যাত্রীরা। নদিয়া রানাঘাট রেল স্টেশনের ঘটনা।
জানা গেছে, করোনার আগে রানাঘাট স্টেশন থেকে ৮.৩৫টায় একটি রানাঘাট- শিয়ালদহ লোকাল ট্রেন চলত। করোনার কারণে সেই ট্রেনটি বাতিল করে দেওয়া হয়। যাত্রীদের দাবি, করোনা সংক্রমণ অনেকটা কেটে গেলেও পুনরায় সেই ট্রেনটি আর চালু করা হয়নি। বারবার স্টেশন ম্যানেজার থেকে শুরু করে রেল কর্তৃপক্ষকে জানিয়েছে তারা। যাত্রীদের দাবি, ওই ট্রেনটিতে রানাঘাট এলাকার প্রচুর ব্যবসায়ী যাতায়াত করেন। কিন্তু পুনরায় সেই ট্রেনটি চালু না করার কারণে প্রচুর সমস্যায় পড়তে হয় তাদের।
এদিন আবারও সেই ট্রেনটি চালু করার দাবি নিয়ে রানাঘাট স্টেশন ম্যানেজারের কাছে গেলে তিনি যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ। এরপরেই যাত্রীরা উত্তেজিত হয়ে ট্রেন অবরোধ করেন। যার কারণে একাধিক লোকাল ট্রেন সহ দূরপাল্লার ট্রেন আটকে পড়ে রানাঘাট স্টেশনে। সমস্যায় পড়তে হয় যাত্রীদের। প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর রেল পুলিশ এবং জিআরপির তত্ত্বাবধানে অবরোধ তুলে নেয় তারা।
অবরোধকারীদের দাবি, আগামী দিনে ওই ট্রেনটি চালু করা না হলে, পুনরায় তারা আন্দোলনে নামবেন।