স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৬ মার্চ: সবুজসাথী প্রকল্পের সাইকেলের জন্য পড়ুয়া পিছু ৫০ টাকা করে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম বিদ্যাভবনে। এই বিদ্যালয় থেকে পড়ুয়াদের সবুজ সাথী সাইকেল দেওয়া চলছে।
জানা গিয়েছে, পঞ্চাশ টাকার বিনিময়ে ইতিমধ্যে বহু সংখ্যক ছাত্র ছাত্রী সাইকেল নিয়েছে। স্কুলে সাইকেল নিতে গেলে আগে ৫০ টাকা দিয়ে তারপর নিতে হচ্ছে সাইকেল। অভিভাবকদের অভিযোগ, সাইকেল পেতে ৫০ টাকা করে স্কুলকে দিতে হচ্ছে। তাছাড়া এলাকায় দরিদ্র মানুষের বাস। বেশিরভাগই শ্রমিকের কাজ করেন। সেক্ষেত্রে টাকা দেওয়া অনেকের পক্ষেই যথেষ্ট সমস্যার বলেই তাদের দাবি। এবিষয়ে স্কুল কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো কর্ণপাত করেনি বলেই অভিযোগ।
যদিও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পিউ দাস টাকা নেওয়ার কথা স্বীকার করে নেন। তিনি জানিয়েছেন, সেবাগ্রাম উচ্চ বিদ্যালয় ও প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় থেকে সাইকেলগুলি আনার জন্য পূর্বতন পরিচালন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরিবহন খরচ বাবদ এই টাকা নেওয়া হচ্ছে। তবে বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই থতমত খেয়ে এই বিষয়ে তিনি এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে সাফাই দেন।
তবে এই বিষয়ে রায়গঞ্জ ব্লকের বিডিও শুভজিৎ মন্ডল জানান, কোনো সরকারি প্রকল্পে এইভাবে টাকা নেওয়া যায় না। তিনি বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি তদন্তের আশ্বাস দিয়েছেন।