রায়গঞ্জ উত্তর দেবীনগর মহিলা সমিতি করোনা সংক্রমণ প্রতিরোধ কর্মসূচি ও প্রচারকেই থিম করেছে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২১ অক্টোবর: করোনা ভাইরাসকে রুখতে এবার মর্ত্যে মা দূর্গা এলে তাঁকে আর ফিরে যেতে দেব না কৈলাসে। করোনা সংক্রমণ প্রতিরোধ কর্মসূচি ও প্রচারকেই থিম করে এবার ১৭ তম দূর্গোৎসবের আয়োজন করেছে রায়গঞ্জ শহরের দেবীনগরের প্রমীলাবাহিনী উত্তর দেবীনগর মহিলা সমিতি। আট মাস পার হয়ে গেলেও এখনও সাধারন মানুষকে করোনা সম্পর্কে সচেতন করতে হচ্ছে। তাই এবার খোলা মাঠে করোনা সচেতনতাই হল তাদের পুজো মন্ডপ। উত্তর দেবীনগর মহিলা সমিতির এবারের পুজোর স্লোগান, “এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না, বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না।”

কি কি উপসর্গ দেখা দিলে সংক্রমণ হতে পারে, কি কি বিধিনিষেধ মেনে চলা উচিত সেটাকেই পুজো মন্ডপে তুলে ধরেছেন মহিলা পরিচালিত রায়গঞ্জ শহরের উত্তর দেবীনগর মহিলা সমিতি। চিকিৎসকদের দ্বারা লালারস পরীক্ষা, রোগীর চিকিৎসা এবং পরবর্তীতে রোগীকে অ্যাম্বুলেন্সই করোনা হাসপাতালে স্থানান্তর এসবই তুলে ধরা হয়েছে পুজো মন্ডপে। করোনা আক্রান্ত মৃতের সৎকারের দৃশ্য মানুষের সচেতনরার স্বার্থে তুলে ধরা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *