এক হাজার জনকে নতুন শাড়ি দিলেন রায়গঞ্জের তৃণমূল কাউন্সিলর বরুন ব্যানার্জি

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২১ অক্টোবর: লকডাউন এবং অতিবৃষ্টির কারনে বন্যার জেরে দুর্বিষহ অবস্থা হয়ে দাঁড়িয়েছে রায়গঞ্জ পুরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বস্তির বাসিন্দাদের। পুজোর নতুন জামাকাপড় তো দুরের কথা পেটের ভাত জোগার করাই দুষ্কর৷ এইসব অসহায় গরিব দুস্থ মানুষদের পুজোয় একটু হাসিমুখ ফোটাতে উদ্যোগী হলেন এলাকার তৃণমূল কাউন্সিলর বরুন ব্যানার্জি। দুই ওয়ার্ডের ১ হাজার মা বোনেদের হাতে তুলে দিলেন নতুন শাড়ি।

রায়গঞ্জ পুরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের রমেন্দ্রপল্লী ও শক্তিনগর এলাকায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, চেয়ারম্যান ইন কাউন্সিল বরুন ব্যানার্জি, কাউন্সিলর মমতা ব্যানার্জি সহ অন্যান্যরা। ওয়ার্ডের দুস্থ মহিলারা পুজোয় নতুন শাড়ি হাতে পেয়ে ভীষণ খুশী। তৃণমূল কাউন্সিলর বরুন ব্যানার্জি বলেন, এবারের পুজোয় আমরা নিজেরা কম দামের জামাকাপড় কিনে টাকা বাঁচিয়ে ওয়ার্ডের দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে পুজোয় নতুন শাড়ি দেওয়ার ব্যাবস্থা করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *