স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৭ নভেম্বর: রায়গঞ্জ থানার ডাইভার রুমে আগুনে পুড়ে ছাই চারটি বিছানা। দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্বে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় ড্রাইভার রুমে আচমকাই ধোঁয়া দেখতে পান মহিলা থানার এক পুলিশ কর্মী। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে ড্রাইভার রুমের চারটি পুড়ে ছাই হয়ে যায়। দমকলের দুটি ইঞ্জিন ঘটিনাস্থলে পৌছে আগুন আয়ত্বে আনে। জানা গেছে, মশা তাড়ানোর জন্য ডিমের খোসায় আগুন ধরিয়ে চালকরা ঘরের বাইরে বের হন। সেখান থেকেই আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে।