স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৯ মে: কয়েকদিন আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকলেও পরে ফের গরমের দাপটে নাজেহাল সাধারন মানুষ। গত ৪-৫ দিন ধরে গরমে পুড়ছে রায়গঞ্জ সহ গোটা জেলা। বৈদ্যুতিন পাখা চললেও গরম থেকে মিলছে না স্বস্তি। এরই মধ্যে বিদ্যুৎ বিভ্রাটে জেরবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।
সোমবার রাতে আচমকাই বিদ্যুৎহীন হয়ে পড়ে এই হাসপাতাল। হাসপাতালের প্রতিটি ওয়ার্ড অন্ধকার হয়ে পড়ে। এই পরিস্থিতিতে একেবারেই নাজেহাল হয়ে যায় রোগী ও রোগীর আত্মীয় পরিজন। প্রবল গরমে আরও অসুস্থ হয়ে পড়েন চিকিৎসাধীন রোগীরা। রোগীদের পাশাপাশি হাসপাতালের চিকিৎসক-নার্সরাও কাহিল হয়ে পড়েন।
এই বিভ্রাটের জেরে বন্ধ হয়ে যায় ওটির মত জরুরি পরিষেবা। ব্যহত হয় লিফট চলাচল। সবমিলিয়ে এক বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। জাসমিন খাতুন নামের চিকিৎসাধীন এক রোগী জানান, তাঁর বুকে কফ জমেছে। নিঃশ্বাস নিতে পারছেন না। এই পরিস্থিতিতে অসহ্য গরমে প্রাণ যায় যায় অবস্থা তার। পরিষেবা দ্রুত স্বাভাবিক করার দাবি জানান তিনি। উর্মিলা পাল নামে এক রোগীর আত্মীয় জানান, তার বৃদ্ধ স্বামী ভর্তি রয়েছেন হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে বিদ্যুৎ না থাকায় যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন উর্মিলা দেবী। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মহঃ ইকবাল হাসানও। শেষমেশ প্রায় ৩ ঘন্টা বাদে স্বাভাবিক হয় বিদ্যুৎ পরিষেবা। হাঁফ ছেড়ে বঁচেন সকলেই।