স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ সেপ্টেম্বর: গতানুগতিক শিক্ষা ব্যবস্থার বাইরে গিয়ে মুক্তাঙ্গন শিক্ষার অনন্য নিদর্শন তৈরী করল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের রায়গঞ্জ গার্লস এফপি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। এই বিদ্যালয়ে চালু হল স্মার্ট ক্লাস। অর্থাৎ প্রথাগত ক্লাসরুমের ভেতরে ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার’কে সরিয়ে পড়ুয়াদের মনোনিবেশ বাড়াতে বসেছে ডিজিটাল বোর্ড সঙ্গে অডিও ভিস্যুয়াল পাঠদানের অভিনব ব্যবস্থা। শ্রেণিকক্ষের চারিদিকে ছোটা ভিম, চুটকি থেকে শুরু করে ঐরাবত, সিংহ মামা সহ নানান ধরনের কার্টুন চরিত্র ও পশু-পাখির চিত্র। সঙ্গে রয়েছে একটি অত্যাধুনিক গ্রন্থাগারও। যাকে ঘিরে উৎসাহের শেষ নেই পড়ুয়াদের মধ্যে। বুধবার ফিতে কেটে এই স্মার্ট ক্লাস ও গ্রন্থাগারের উদ্বোধন করেন জেলা বিদ্যালয় পরিদর্শক দীপক চন্দ্র ভক্ত।

এই উদ্যোগের প্রশংসা করেছেন দীপক বাবু। তিনি বলেন, ইচ্ছে থাকলে সব সম্ভব। শিক্ষক শিক্ষিকারা উদ্যোগ নিয়ে এই প্রকল্পকে বাস্তব রূপ দিয়েছেন। যাতে করে পড়ুয়ারা অনেকাংশে উপকৃত হবে বলে আশাবাদী তিনি।

অন্যদিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান বলেন, দীর্ঘদিন থেকেই এই পরিকল্পনা ছিল। অবশেষে তা সার্থক হয়েছে। যেখানে মুক্তাঙ্গন শিক্ষার মাধ্যমে ছেলেমেয়েদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি মানসিক বিকাশ ঘটবে। অন্যদিকে শ্রেণিকক্ষে এমন সুন্দর আকর্ষনীয় পাঠদানের ব্যবস্থায় চোখে মুখে উচ্ছ্বাসের চিত্র পড়ুয়াদের।

