এলাকার মানুষের জন্য সব্জি বাজার চালু করলেন রায়গঞ্জের কাউন্সিলর অর্নব মন্ডল

স্বরূপ দত্ত, আমাদের ভারত,উত্তর দিনাজপুর, ১১ মে: লকডাউনে কারনে অনেকেই কাজ হারিয়েছেন। ফলে চরম সমস্যায় দিন কাঁটাচ্ছেন দুস্থ গরিব কর্মহীন মানুষ ও তাদের পরিবার। তাই এবার তাদের পাশে দাঁড়ালেন রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর অর্নব মন্ডল। অর্নববাবু নিজের উদ্যোগে চালু করলেন বিনামূল্যের সব্জি বাজার। এখানে বিভিন্ন ধরনের সব্জি পাওয়া যাবে।

রায়গঞ্জ পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়েছে। একদিকে কাজ নেই অন্যদিকে খাওয়াদাওয়া সমস্যা। এই ওয়ার্ডের মানুষজন খুবই দুস্থ ও গরিব। কেউ দিন মজুরের কাজ করেন। কেউ আবার ভ্যান চালান। আবার কেউ বাড়িতে পরিচারিকার কাজ করে সংসার চালান। লকডাউনের জেরে তাঁদের রোজগার বন্ধ। ঘরবন্দী হয়ে পড়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে ইন্দিরা কলোনী কয়েকশো পরিবার খাদ্যসংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁদের সাহায্যে জন্য এবার এগিয়ে এলেন তাঁদের কাউন্সিলর।

ইন্দিরা কলোনী এলাকায় একটি জায়গায় লাইন করে সাজানো রয়েছে টেবিল। আর সেই টেবিলের উপর রাখা হয়েছে আলু, পেঁয়াজ, কোয়াস, ডাঁটা শাক, ডিম সহ ৯ রকম সব্জি। এলাকার সাধারণ মানুষ লাইন দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এক টেবিল থেকে অন্য টেবিলে গিয়ে প্রয়োজনীয় জিনিস ব্যাগে ভরে নিচ্ছেন।

অর্নব মন্ডল জানিয়েছেন, এই এলাকায় দরিদ্র্যসীমার নিচে অনেকেই রয়েছেন। লকডাউনের ফলে তাঁরা কাজ হারিয়েছেন। সেই সব অসহায় মানুষের কথা ভেবে আমরা এই উদ্যোগ নিয়েছি। এই ওয়ার্ডের প্রায় ৮০০ পরিবারকে দেওয়া হল। আগের এদের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছিল। এখন তাদের জন্য এলাকায় বিনামূল্যে সব্জি বাজার খুলে দেওয়া হল বলে জানান অর্নববাবু।

প্রদীপ দাস নামে এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, এই লকডাউনের কারনে ঘরবন্দী হয়ে বসে আছি। কাজকর্ম সব বন্ধ হয়ে গিয়েছে। আগে অর্নববাবু আমাদের জন্য খাদ্যসামগ্রী তুলে দিয়েছে। তা দিয়ে কিছুদিন চালিয়েছি সংসার। এলাকার মানুষদের জন্য বিনা পয়সার বাজার করে দেওয়া খুশি বলে জানান প্রদীপবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *