স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৮ ফেব্রুয়ারি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিনাজপুর জেলায় অনেক উন্নয়ন করেছেন, তাঁর কাছে আরও উন্নয়নের দাবি নিয়ে সত্তর-আশি হাজার কর্মী সমর্থকের সমাবেশ করা হবে রায়গঞ্জ স্টেডিয়ামে। আগামী বুধবার রায়গঞ্জ স্টেডিয়ামে তৃনমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জনসভার প্রস্তুতি খতিয়ে দেখতে এসে এমন দাবি করলেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।
তাঁর দাবি, রাজ্য সরকারের উন্নয়নের জোয়ারে ভাসছে রায়গঞ্জ শহর তথা উত্তর দিনাজপুর জেলা। ১০ ফেব্রুয়ারি বুধবার রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে জনজোয়ারে ভাসবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। তাঁকে স্বাগত জানাতে তৈরি রায়গঞ্জের মানুষ। আজ মুখ্যমন্ত্রীর সভাস্থল ঘুরে দেখেন কানাইয়ালাল আগরওয়াল সহ জেলার অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

ইতিমধ্যেই মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষ, চলছে ব্যারিকেড তৈরির কাজ। জেলা সভাপতির দাবি ৭০-৮০ হাজার মানুষের সমাগম হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কর্মিসভায়।

