গ্রামের মানুষের পাশে রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৩ জুলাই: জাতীয় সড়ক ফোরলেন হওয়ার ফলে সংযোগকারী গ্রামের রাস্তাগুলো অত্যন্ত ঢালু হয়ে যাওয়ায় চলাচলে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল গ্রামের বাসিন্দা থেকে টোটো এবং অটোচালকদের। গ্রামের সাধারন মানুষের এই সমস্যা দূরীকরণে এগিয়ে এলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী। জাতীয় সড়ক ফোরলেন নির্মানকারী ঠিকাদারি সংস্থার সাথে কথা বলে রায়গঞ্জ বিধানসভা এলাকার চাপদুয়ার সহ বিভিন্ন গ্রামীণ রাস্তার সাথে সংযোগকারী ফোরলেনের যোগাযোগ রক্ষায় রাস্তা নির্মানের উদ্যোগ নিয়েছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী। ঠিকমতো কাজ হয়েছে কিনা শুক্রবার তা খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে যান বিধায়ক। খুশী এলাকার বাসিন্দারা।

রায়গঞ্জের রূপাহার থেকে ৩৪ নম্বর জাতীয় সড়কের ফোরলেন রাস্তা নির্মিত হচ্ছে পানিশালা পর্যন্ত। রায়গঞ্জ শহরকে বাদ রেখে এই ফোরলেন রাস্তায় ওঠার জন্য গ্রামীণ অনেক রাস্তাই খালে পরিনত হয়ে গিয়েছে। ফলে সাধারন মানুষ থেকে গ্রামের যানবাহনের জাতীয় সড়ক ফোরলেনে ওঠা দুঃসাধ্য হয়ে উঠেছিল। রায়গঞ্জ বিধানসভা এলাকার চাপদুয়ার এলাকায় বেশকিছু গ্রামীণ রাস্তার এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন রায়গঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী।

জাতীয় সড়ক ফোরলেন নির্মানকারী সংশ্লিষ্ট ঠিকাদারদের সাথে কথা বলে ফোরলেনের সাথে যোগাযোগ রক্ষাকারী রাস্তাগুলিকে ফোরলেনে ওঠার মতো ব্যাবস্থা করলেন তিনি। ইতিমধ্যেই গ্রামীণ সংযোগকারী রাস্তাগুলো মাটি পাথর দিয়ে উঁচু করে দেওয়া হয়েছে। এরপর ফোরলেন পিচ ঢালাই হলে সেইসঙ্গে এই রাস্তাগুলোকেও পিচ রাস্তা করে দেওয়া হবে বলে জানিয়েছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *