আমাদের ভারত, কলকাতা, ১ এপ্রিল: রাজ্যের পরিযায়ী শ্রমীদকের উদ্ধার করতে মমতাকে খোলা চিঠি লিখলেন বিজেপি নেতা রাহুল সিনহা। বুধবার বিজেপির কেন্দ্রীয় সম্পাদক বলেন, এখনও ভিনরাজ্যে বাংলার বহু শ্রমিক আটকে আছে। তাদের দ্রুত উদ্ধার করার ব্যাবস্থা করুক রাজ্যের মুখ্যমন্ত্রী। যদি রাজ্যের পক্ষে শ্রমিকদের উদ্ধারে অসুবিধে থাকে, তাহলে কেন্দ্রর সাহায্য নিক রাজ্য সরকার। ভিনরাজ্য থেকে শ্রমিকদের উদ্ধারে রাজ্যের আকেদনকে সবসময় সমর্থন করবে রাজ্য বিজেপি। প্রয়োজনে আমরাও কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলবো বলে বুধবার কলকাতায় জানান রাহুল সিনহা।
তাছাড়া তিনি আরও অভিযোগ করেন, ত্রাণ সব জায়গায় সমান ভাবে পৌছাচ্ছে না। ত্রাণ নিয়ে দলবাজির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে তোলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। তিনি দাবি করেন, ত্রাণকে রাজনীতির বাইরে রাখুক রাজ্য সরকার। তাহলেই করোনায় আতঙ্কিত গরিব মানুষরা রক্ষা পাবে বলে জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক।