বিজেপি ছাড়ছেন রাহুল সিনহা! ১২ দিনের মধ্যে জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৬ সেপ্টেম্বর:
দলের কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে বাদ পড়ে ফোঁস করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, জন্মলগ্ন থেকে বিজেপি করে আমি আমার শেষ পুরষ্কার পেলাম। সর্বভারতীয় বিজেপি কমিটি থেকে বাদ পড়ে এভাবেই নিজের প্রতিক্রিয়া কলকাতা থেকে জানালেন রাহুলবাবু।

আজ দিল্লি থেকে বিজেপির সর্বভারতীয় কমিটি ঘোষণা হয়। সর্বভারতীয় কমিটির সম্পাদকের পদ থেকে রাহুল সিনহাকে সরিয়ে দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তার জায়গায় কেন্দ্রীয় কমিটির সম্পাদক হন মুকুল ঘনিষ্ঠ অনুপম হাজরা। বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরার এই পদ যাওয়া একেবারেই মন থেকে মানতে পারেননি রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। তিনি বলেন, তৃণমূলের থেকে এসে সবাই গুরুত্বপূর্ণ পদ পেয়ে যাচ্ছে। আর যারা বিজেপি সারা জীবন করে আসলো তাদের দলে কোনো দাম থাকছে না। দল আজকে আমার জীবনের সব থেকে বড় পুরস্কারটা দিল বলে ক্ষোভ প্রকাশ করেন রাহুল সিনহা।

তার সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও এদিন মুখ খুললেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি বলেন, এখন আমি সাংবাদিকদের সামনে কিছু বলবো না। তবে বিজেপি ছাড়ছে কিনা সেই বিষয়ে সাংবাদিকদের কাছে ধোঁয়াশা রাখলেন। আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন রাজনৈতিক জীবনের সম্মান রাখতে প্রয়োজনে দল ছাড়তে পিছপা হবেন না তিনি। “আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে আমি ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করে ফেলব” বলে জানিয়েছেন রাহুল সিনহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *