নীল বনিক, আমাদের ভারত, ৪ মে: রেশন কেলেঙ্কারি নিয়ে ফের সিবিআইয় তদন্তের দাবিতে সরব হলেন বিজেপি নেতা রাহুল সিনহা। সোমবার কলকাতায় বিজেপির কেন্দ্রীয় সম্পাদক বলেন, কেন্দ্রের ভালো চাল রাজ্যের রাইসমিলগুলিতে ঢুকছে। তারপর তা বদলি হয়ে খারাপ চাল রেশনে দেওয়া হচ্ছে।
রাহুল সিনহা বলেন, রেশন কেলেঙ্কারি কোনও মতেই ঠেকাতে পারছেন না মুখ্যমন্ত্রী। তাঁর দলের নেতারা সবাই এর সঙ্গে যুক্ত। তাই মমতা বন্দ্যোপাধ্যায় রেশন কেলেঙ্কারি থামাতে চাইলে সিবিআই তদন্তের নির্দেশ দিক। তাহলেই রেশন কেলেঙ্কারির হোতাদের শাস্তি দিতে পারবে।
উল্লেখ্য কয়েকদিন আগেই নদীয়ার হবিবপুরে শ্রীকৃষ্ণ চালকলে বস্তা ভর্তি চালের লরি ঢোকে। যে চালের বস্তাগুলিতে এফসিআইের সিল ছিল বলে অভিযোগ করেছিল বিজেপি। নদীয়ার সেই চালকলের মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন নদীয়া জেলার বিজেপির নেতাররা। সেই ঘটনা প্রসঙ্গে এদিন রাহুল সিনহা বলেন, আগে জানতাম চাল কলে ধান ঢোকে। কিন্তুু তৃণমূলের রাজত্বে চাল কলে চালও ঢুকছে। নদীয়ার ঘটনাই প্রমান করে কেন্দ্রের সব ভালো চাল রাইস মিলগুলিতে আগে প্রবেশ করছে। তারপর তা বদল হয়ে খারাপ চাল রেশন দোকানে আসছে। আর যত খারাপ চাল মানুষকে এরাজ্যে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন রাহুল সিনহা।