নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৫ জানুয়ারি :
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে তৃণমূলকে চাপে ফেলতে এবার রাজ্যে পাল্টা কর্মসূচি নিল বিজেপি। জনসম্পর্ক অভিযান কর্মসূচি নিয়ে রাজ্যের মানুষের কাছে দরজায় দরজায় গিয়ে প্রচারের কৌশল নিয়েছে রাজ্য বিজেপি। রবিবার ছুটির দিনে কলকাতায় নিমতলাস্ট্রীটে বাড়ি বাড়ি
গিয়ে প্রচার অভিযান সারেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।
তিনি এদিন সকালেই উত্তর কলকাতায় দলের নেতাদের সঙ্গে নিমতলাস্ট্রীটে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন। রবিবাসরীয় চায়ের দোকানের আড্ডাতেও সটান হাজির হয়েছেন রাহুল সিনহা। সেখানে গিয়ে তিনি মানুষকে বলেন, সিএএ মানুষকে নাগরিকত্ব দেবার কথা বলেছে। নাগরিকত্ব কাড়ার কথা বলেনি। বিরোধিরা রাজনৈতিক উদ্দেশ্যে আইনের অপব্যবহার করছে। তার সঙ্গে তিনি মানুষকে বলেন, কোনও ভারতীয় মুসলামনকে এদেশ ছাড়তে হবে না। শুধুমাত্র বাংলাদেশি অনুপ্রবেশকারি মুসলিমদের এদেশ ছাড়তে হবে। আইনে তাই বলা হয়েছে। কিন্তু রাজ্যের বিরোধিরা অনুপ্রবেশকারিদের এ রাজ্যের ভোটব্যাঙ্ক বানিয়েছে। তাই তাদের রক্ষা করতেই তৃণমূল সহ বিরোধিরা মরিয়া হয়েছে বলে অভিযোগ করেন রাহুল সিনহা।