আমাদের ভারত, হুগলী, ২৯ জুন: যখন চিনের আক্রমনে ভারতীয় সৈন্যরা মারা গেল তখন প্রধানমন্ত্রীর সর্বদল বৈঠকে গলা ফাটালেন মুখ্যমন্ত্রী, অথচ পুলওয়ামায় পাকিস্থানের জঙ্গিদের আক্রমনে সৈন্য মারা যাওয়ার সময় চুপ ছিলেন তিনি। আসলে চীনে তার ভোট নেই পাকিস্তানে আছে, এই বলে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রহুল সিনহা।
হুগলীর চুঁচুড়ায় ঘর ঘর অভিযানে এসে রাজ্যের বিরুদ্ধে একরাশ অভিযোগ করেছেন তিনি। তাঁর মতে সবজি সহ বিভিন্ন দ্রব্যের মূল্যবৃদ্ধির জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। কৃষক তাদের ফসলের দাম পাচ্ছেন না। তৃণমূল কংগ্রেস আশ্রিত একশ্রেণির ফঁড়ে এতে ফায়দা তুলছে। কেন্দ্রীয় সরকারের কৃষক সম্মাননিধি প্রকল্পের ছয় হাজার টাকা থেকে এরাজ্যের কৃষকরা বঞ্চিত হচ্ছেন রাজ্য সরকারের জন্য। তিনি বলেন, রাজ্য সরকার বাস মালিকদের ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিলে বাস মালিকরা উপকৃত হবেন জনসাধারণের ওপর চাপ পড়বে না।