নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১ মে: করোনার তথ্য নিয়ে লুকোচুরি বন্ধ করার জন্য রাজ্যের কাছে আবেদন জানালেন রাহুল সিনহা। শুক্রবার কলকাতায় তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার কেন করোনা রোগীর সংখ্যা লুকতে চাইছে তা বুঝতে পারছি না। বরং রাজ্য সরকার সঠিক তথ্য প্রকাশ করলে তাতে জনগণের লাভ হবে। সঠিক তথ্য প্রকাশ করলে মানুষ আরও বেশি করে সচেতন হবে। তাতে মহামারি আটকাতে আরও বেশি মানুষকে সচেতন করা যাবে।
প্রথমে করোনার আক্রান্তের সাংখ্যা গোপন করা। আর এখন রেডজোন নিয়েও রাজ্যের তথ্যের সঙ্গে কেন্দ্রের তথ্যেরও কোনও মিল নেই। নিজেদের ব্যর্থতা ঢাকতেই রাজ্য সরকার রেড জোনের সংখ্যা কম দেখিয়েছে বলে অভিযোগ করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। তার পরেই তিনি বলেন, মহামারি ঠেকাতে রাজ্যকে লুকোচুরি ছেড়ে আসল তথ্য মানুষের সামনে পরিবেশন করতে হবে। তাহলেই মারণ রোগ থেকে মানুষ আরও সচেতন হবে। একই সঙ্গে কেন্দ্রের সঙ্গে সহযোগিতার রাস্তায় হেঁটে করোনার তথ্য আদান প্রদান করতে হবে। রাজ্যের উচিত করোনা নিয়ে কেন্দ্রীয় সরকারের সমস্ত গাইডলাইন মানা। রাজ্যের মানুষের ভালোর জন্যই রাজ্যের তা করা উচিত বলে জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।সম্পাদক রাহুল সিনহা।