স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩১ অক্টোবর: ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহতদের দেখতে ইসলামপুর হাসপাতালে গেলেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং ইসলামপুর তৃণমূল কংগ্রেস নেতা জাভেদ আকতার সহ একাধিক নেতৃত্ব। সংখ্যালঘু সেলের নেতা রফিকুল ইসলাম জানিয়েছন, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন দুর্ঘটনায় নিহত তিনজনের পরিবারের হাতে দুই লক্ষ টাকা এবং আহতদের পরিবারের হাতে ৫০ হাজার টাকা তুলে দেওয়া হবে। উত্তর দিনাজপুর জেলা শাসক জানিয়েছেন, আগামীকাল ক্ষতিপূরণের টাকা পরিবারের হাতে তুলে দিতে তিনি ইসলামপুর যাবেন।
গতকাল শোযাত্রা শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই কিশোর কিশোরীর মৃত্যু হয়েছিল।আহত হয়েছিল ১৩ জন।তাদের মধ্যে একজনকে শিলিগুড়িতে নিয়ে যাবার পথে মৃত্যু হয়েছিল।বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যুর ঘটনাটি ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চোধুরী মুখ্যমন্ত্রীর নজরে আনেন। মুখ্যমন্ত্রী ঘটনার কথা জানতে পেরে প্রত্যেককে ক্ষতিপূরণ ঘোষণা করেন। নিহত তিন জনের পরিবারকে দুই লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেবার কথা ঘোষণা করেছেন। আজ রাজ্যের নির্দেশ শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং ইসলামপুর হাসপাতালে আহতদের দেখতে যান রাজ্য তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।