স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৫ মার্চ: ট্রেনের চালকের তৎপরতায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেল এক প্রৌঢ়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সুকান্তমোড় সংলগ্ম রেল গেটের কিছুটা দূরে শ্রীমতি নদীর সেতুর কাছে। এদিন রাধিকাপুর-হাওড়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের নীচে চাপা পড়ে যান এক বৃদ্ধ। সঙ্গে সঙ্গেই ট্রেন থামিয়ে দেন চালক৷ এরপর ওই বৃদ্ধকে আহত অবস্থায় ইঞ্জিনের নিচ থেকে বের করে আনে কালিয়াগঞ্জ ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
ওই বৃদ্ধের নাম বিনয় ঢাকি (৬৭)৷ বাড়ি কালিয়াগঞ্জের ধনকৈল অঞ্চলের বেলতলি এলাকায়। এই ঘটনার জেরে বেশ কিছু সময় ধরে ট্রেন দাঁড়িয়ে থাকায় সুকান্তমোড় রেল গেটে যানজটের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বভাবিক হয়।

