বিশ্বভারতীর ছেলেমেয়েরা যেভাবে নেশা করছে, রবীন্দ্রনাথ বেচেঁ থাকলে আত্মহত্যা করতেন: অনুব্রত

আশিস মণ্ডল, বীরভূম, ৫ অক্টোবর: “বিশ্বভারতীর ছেলেমেয়েরা এখন পাতা দিয়ে কিসব নেশা করছে। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আত্মহত্যা করতেন”। মঙ্গলবার বোলপুরের অধ্যাপকদের কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

এদিন পশ্চিমবঙ্গ কলেজ ও ইউনিভার্সিটি প্রফেসর অ্যাসোসিয়েশনের বীরভূম জেলা কনভেনশন অনুষ্ঠিত হয় বোলপুর গীতাঞ্জলি সভা কক্ষে। সভায় বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম আমার একটা দুঃখ আছে। আমি মেয়েকে বিশ্বভারতীতে ভর্তি করতে পারিনি। আমার কথা শোনার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিশ্বভারতীর মতোই এখানে একটা বিশ্ববিদ্যালয় করে দেওয়া হবে। তিনি কথা রেখেছেন। আমার সবুজ সংকেত পেয়েই রামপুরহাটে মেডিক্যাল কলেজ করা হয়েছে”।

এরপরেই অধ্যাপকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারায মানুষ গড়ার কারিগর। আপনারা যেভাবে চালাবেন ছেলেমেয়েরা সেভাবেই চলবে”। এরপরেই বিশ্বভারতীতে ঢুকে যান অনুব্রত। তিনি বলেন, “আজ একটা অভিযোগ পেলাম বিশ্বভারতীর ছেলেরা পাতা দিয়ে কিসব নেশা করছে। মেয়েরাও নেশা করছে। ব্যাপকহারে নেশা করছে। রবীন্দ্রনাথ থাকলে বোধ হয় আত্মহত্যা করতেন। তবে বিষয়টা প্রশাসনিক স্তর থেকে দেখতে হবে। এভাবে ছেলেমেয়েদের নেশাগ্রস্থ হতে দেওয়া যাবে না”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *