আমাদের ভারত, ৭ সেপ্টেম্বর: “তৃণমূল ছাত্র পরিষদের চাঁচল কলেজ ইউনিট এর সদস্যরা বিশ্ববরেণ্য কবি তথা বাংলা বাঙালি ও সারা ভারতবর্ষের গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে! তৃণমূল কংগ্রেস এক রাশ লজ্জা! ছিঃ!” রবিবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি লিখেছেন, “পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের মিথ্যে অভিযোগ তুলে এবং কলকাতায় তৃণমূলের মঞ্চ সঠিক কারণে খোলার প্রতিবাদ জানানোর জন্য তৃণমূল ছাত্র পরিষদের চাঁচল কলেজ ইউনিটের সদস্যরা ওদের সভাপতি এ বি সোহেলের নেতৃত্বে গত ২রা সেপ্টেম্বর বিজেপির বিরুদ্ধে একটি বিক্ষোভ কর্মসূচি করছিল, যেখানে দেশের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদী জি, স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় অমিত শাহ জির ছবি দাহ করার সাথে সাথে বিশ্ববন্দিত নোবেলজয়ী কবি, বাঙালির গর্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দাহ করে (ছবিতে দ্রষ্টব্য)!
মাননীয়া যখন বাঙালি অস্মিতা’র জিগির তুলে মেকি ভাষা আন্দোলনের নামে বাংলার জনগণকে বোকা বানানোর ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তখন বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তির ছবি পোড়াচ্ছে ওনারই দলের ছাত্র- ছাত্রীরা। এটাই তৃণমূলের আসল চেহারা।
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে এরা সম্মান জানাবে এটা তো আশা-ই করা যায় না। এই ঘৃণ্য কাজের কোনো নিন্দাই যথেষ্ট নয়।”