বিশ্বজিৎ রায়, হাওড়া, ৮ মে: “ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে!” –তবে সে ছিল আষাঢ়ের দুর্যোগ। আর এখন করোনা দুর্যোগে এই কথাই ধ্বনিত হচ্ছে চারিদিকে।লকডাউন করে গৃহবন্দী থেকে করোনার মোকাবিলায় শামিল আমবিশ্ব। কিন্তু তাই বলে বাঙালীর প্রিয় কবি রবি ঠাকুরকে স্মরন কি আটকানো যায়? সামাজিক নিয়ম মেনে কচিকাঁচাদের নিয়েই এবার রবীন্দ্র জয়ন্তী পালন হল ডোমজুড়ের শলপ মঠবাগানের একটি হলে। এক রবীন্দ্র অনুরাগীর একান্ত ইচ্ছেয় রবিঠাকুরের টানে ঘর থেকে বেরিয়ে গঙ্গা জলে গঙ্গা পূজোর মতো শুক্রবার নাচ, গান, আবৃত্তিতে মেতে উঠলো সকলে।