বিশ্বজিৎ রায়, আমাদের ভারত, হাওড়া, ৮ মে: মানুষকে রান্না করা খাবার খাইয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করলো হাওড়ার বকুলতলার পঞ্চাননতলা অন্নপূর্ণা সোসাইটির সদস্যরা। লকডাউনে সমস্যায় পড়া মানুষকে নিজেদের উদ্যোগে সদস্যদের নিজস্ব পয়সায় এবং কিছু মানুষের সাহায্য নিয়ে রান্না করা খাবার দিয়ে আসছে একমাস ধরে এই যুবকরা। তবে, রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আজ ছিল বিশেষ ব্যবস্থা। বিপন্ন মানুষদের ভাত, ডালের সঙ্গে দেওয়া হল মাংস।