বিশ্বভারতীতে আন্দোলনের জন্য বন্ধ রবীন্দ্রভবন, গরমের জন্য কাটছাঁট অনুষ্ঠান

আশিস মণ্ডল, শান্তিনিকেতন, ৯ মে: ৭ তারিখ থেকে রবীন্দ্রভবন বন্ধ। যতদিন আন্দোলন চলবে ততদিন রবীন্দ্রভবন বন্ধ থাকবে বলে সূত্রের খবর। এরফলে বাইরে থেকে আগত পর্যটকদের হয়রানির খবর চাউড় হতেই, পর্যটকের সংখ‍্যা শূন‍্যে নেমে এসেছে। কারণ একটাই অমর্ত‍্য সেনের সমর্থনে প্রতীচী বাড়ির সামনে ধর্ণামঞ্চ।

একটি সূত্রে জানা যাচ্ছে, ধর্ণামঞ্চের মাইকের আওয়াজের ফলে পরিবেশ ব‍্যাঘাতের অভিযোগে বেশ কয়েকটি ভবন বন্ধ। তারমধ‍্যে সব থেকে আকর্ষণীয় হলো রবীন্দ্রভবন। বিশ্বভারতীর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ আশ্রমিকরা। প্রবীণ আশ্রমিক তথা পাঠভবনের প্রাক্তন অধ‍্যক্ষ সুপ্রিয় ঠাকুর বলেন, শান্তিনিকেতনের মূল আকর্ষণ তো রবীন্দ্র ভবন। তা বন্ধ রাখা খুবই গর্হিত হয়েছে। কিছু বলার নেই।

পঁচিশে বৈশাখ উপলক্ষ্যে মঙ্গলবারের দুটি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। যার মধ‍্যে একটি হলো সান্ধ‍্য অনুষ্ঠান শাপমোচন। এক্ষেত্রে বিশ্বভারতীর যুক্তি, প্রচণ্ড গরম তাই অনুষ্ঠান সূচি কাটছাঁট করা হয়েছে।

বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রেখেই রবীন্দ্রভবন বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি তিনি জানান, সকালের মাধবীবিতানের অনুষ্ঠান এবং সন্ধ‍্যার শাপমোচন নাট‍্যানুষ্ঠান এদিন স্থগিত রাখা হয়েছে গরমের কারণে। এগুলো রবীন্দ্রমাসের যেকোনো একদিন অনুষ্ঠিত হবে। বাকি অনুষ্ঠান যেমন হয় তেমনি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *