বিজেপি বিধায়কের মৃত্যুর দিন থেকে বন্ধ কুতুব আলির দোকান, রোজগার হীন অবস্থায় দিন কাটছে তাঁর

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৩১ আগস্ট: বন্ধ মোবাইলের দোকানের সামনে বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের দিন থেকে দোকান এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ফলে নিজের দোকান খুলতে না পেরে ব্যবসা বন্ধ হয়ে প্রায় অনাহারে দিন কাটাতে হচ্ছে হেমতাবাদের বালিয়ামোড় এলাকার বাসিন্দা ওই মোবাইল দোকানের মালিক কুতুব আলিকে। এলাকার একমাত্র মোবাইল ও মোবাইল রিচার্জের দোকান হওয়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় গ্রাহকেরাও। পুলিশ ও সি আই ডি দপ্তরে যোগাযোগ করেও কোনও সুরাহা হয়নি তাঁর। সি আই ডি তদন্তের স্বার্থে ওই দোকান এলাকা ঘিরে রেখেছে পুলিশ। রুজি রুটি হারিয়ে চরম বিপাকে পড়েছেন কুতুব আলি ও তাঁর পরিবার।

গত ১৩ জুলাই হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে দু কিলোমিটার দূরে বালিয়ামোড় এলাকায় স্থানীয় ব্যবসায়ী কুতুব আলির বন্ধ মোবাইলের দোকানের সামনে। বিজেপি বিধায়কের মৃত্যু নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছে। রাজ্য ও কেন্দ্রীয় বিজেপির শীর্ষ নেতারা দফায় দফায় ওই এলাকা পরিদর্শনের পাশাপাশি হেমতাবাদ থানার পুলিশ তদন্তের স্বার্থে দোকান ব্যারিকেড করে ঘিরে রেখেছে। আর এতেই চরম বিপাকে পড়েছেন কুতুব আলি। দোকান খুলতে না পারায় একদিকে যেমন তাঁর দোকানে থাকা মোবাইল ফোন সহ অন্যান্য সামগ্রী আটকে রয়েছে তেমনি ব্যবসাও বন্ধ হয়ে পড়ে রয়েছে তাঁর। সংসার প্রতিপালন করাই দুঃসাধ্য হয়ে গিয়েছে কুতুব আলীর।

শুধু কুতুব আলিই নয় সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারাও। দোকান বন্ধ থাকায় তাঁদের প্রয়োজনীয় মোবাইল ও মোবাইল সংক্রান্ত সামগ্রী কিনতে পারছেন না। কুতুব আলি জানিয়েছেন, তাঁর দোকান খোলার জন্য হেমতাবাদ থানার পুলিশের কাছে গিয়েছিলেন। হেমতাবাদ থানার পুলিশ জানিয়েছে এই ঘটনার তদন্ত এখন সি আই ডি ‘র হাতে। কুতুব আলি কর্নজোড়ায় সি আই ডি দপ্তরেও গিয়েছিলেন কিন্তু দোকান খোলার ব্যাপারে কোনও কিছু জানাতে পারেনি কেউ। ফলে তদন্তের স্বার্থে পুলিশের ব্যারিকেড খুলে দিয়ে নিজের দোকানও খুলতে পারছেন না কুতুব আলি।
প্রতিবেশী সমিরুদ্দিন জানিয়েছেন, এখন গরমের সময় কুতুব আলির মোবাইলের পাশাপাশি ইলেক্ট্রিক ফ্যান বিক্রি ও মেরামতের সিজন নষ্ট হয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *