লকডাউনে একঘেয়েমি কাটাতে পুলিশের উদ্যোগে ক্যুইজ, মডেল ও অঙ্কন প্রতিযোগিতা

আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ এপ্রিল: লকডাউনে ঘরবন্দি ছাত্রছাত্রীদের একঘেয়েমি কাটাতে এবার ক্যুইজ, মডেল ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করছে পুলিশ ও প্রশাসন।  এই সব কিছুই হবে হোয়াটসঅ্যাপ ও অনলাইনের মাধ্যমে। এনিয়ে মেদিনীপুর সদর মহকুমা শাসকের দফতরে পুলিশ ও প্রশাসনের কর্তাদের বৈঠক হয়েছে। মহকুমাশাসক দীননারায়ণ ঘোষ বলেছেন, বাড়িতে বসে থাকা ছাত্রছাত্রীরা বেশ কিছুটা বিরক্ত হচ্ছে। বাইরে বেরিয়ে খেলাধূলা বা অন্যান্য শিক্ষা চর্চা করতে পারছে না তারা। লকডাউনের প্রভাব পড়ছে শিশুমনে। এই পরিস্থিতিতে তাদের বাড়িতে বসিয়ে রেখেই একটু ভিন্ন স্বাদ দেওয়ার চেষ্টা চলছে।

ক্যুইজ প্রতিযোগিতার জন্য অনলাইনের পাশাপাশি বেসরকারি একটি কেবল সংস্থারও সাহায্য নেওয়া হচ্ছে। কিভাবে ও কি করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনাও চলছে।

অপরদিকে জেলা পুলিশের পক্ষ থেকে অঙ্কন প্রতিযোগিতা ও মডেল প্রস্তুতি প্রতিযোগিতার বিষয়টি চুড়ান্ত হয়ে গিয়েছে। অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য থাকছে অঙ্কন প্রতিযোগিতা। আর নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য থাকছে মডেল প্রস্ততি প্রতিযোগিতা। ১২ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত প্রতিযোগীরা ৯৬৪১৬৭৪০২০ নম্বরে নিজের নাম নথিভুক্ত করতে পারবে। অঙ্কন প্রতিযোগিতার বিষয় থাকছে ক)পুলিশ বন্ধু অথবা খ)সামাজিক সচেতনতা। মডেল প্রস্তুতি প্রতিযোগিতায় থাকছে ‘বাতিল পদার্থ থেকে দরকারি জিনিষ তৈরি করুন’। বাড়িতে বসে সমস্ত উপলভ্য দ্রব্য পুনর্ব্যবহার করে কিছু উদ্ভাবনী ও সৃজনশীল শিল্পকর্ম তৈরির চেষ্টা করতে হবে। শুধু তাই নয়, পুরো প্রক্রিয়াটিকেই ভিডিওগ্রাফি করে রাখতে হবে। ২০ এপ্রিল প্রতিযোগিতার শেষ দিন। ওইদিন বিকেল ৫টার মধ্যে অঙ্কন ও মডেলের ছবি নির্দিষ্ট ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে। পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে প্রতিযোগীরা নিজেদের বাড়িতে বসেই এই প্রতিযোগিতায় অংশ নেবে এবং পরবর্তী সময়ে প্রতিযোগীর বাড়ি থেকেই অঙ্কন পেপার ও মডেল সংগ্রহ করে নেওয়া হবে। এই উদ্দেশ্যে কেউ যাতে বাড়ির বাইরে না বের হয়ে পড়েন সেই সতর্কতাও জারি করে দেওয়া হয়েছে। শিশুমনকে খুশি করতে আকর্ষণীয় পুরষ্কারমূল্যও ঘোষণা করা হয়েছে। অঙ্কনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীর জন্য যথাক্রমে ৫ হাজার, ৩ হাজার এবং ২ হাজার টাকা পুরষ্কার ঘোষণা করা হয়েছে। একইভাবে মডেল প্রস্তুতির জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধীকারীকে দেওয়া হবে যথাক্রমে ১০ হাজার, ৫ হাজার এবং ৩ হাজার টাকা। এছাড়াও পাঁচজনকে ২ হাজার টাকা করে সান্তনা পুরষ্কারও দেওয়া হবে। প্রত্যেক সফল প্রতিযোগীকে শংসাপত্রও দেওয়া হবে বলে পুলিশ সুপার দিনেশ কুমার জানিয়েছেন l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *