আমাদের ভারত, ২৫ আগস্ট: কলকাতা হাইকোর্টে পুজো অনুদান মামলায় ফের উঠল হিসেব-নিকেশের প্রশ্ন। দুর্গা পুজোর অনুদান নিয়ে গত বছর পর্যন্ত ক্লাবগুলি কি হিসেব দিয়েছে? যারা দেয়নি তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? সে বিষয়ে বিস্তারিত জানিয়ে রাজ্যের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। ৪৮ ঘণ্টার মধ্যে আদালতকে হলফনামা জমা দিতে হবে রাজ্যকে। সোমবার এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি সুজয় ঘোষের ডিভিশন বেঞ্চ।
আদালতের নির্দেশ মেনে যে সমস্ত ক্লাব তাদের খরচের হিসেব জমা দেয়নি তাদের ব্যাপারে রাজ্যের অবস্থান জানতে চাইলেন বিচারপতি সুজয় ঘোষ।
মামলাকারীর পক্ষে আইনজীবী শামিম আহমেদ জানান, ২০১৮ সাল থেকে পুজোর অনুদান দেওয়া শুরু হয়েছিল। প্রতিবছর এই অনুদান দেওয়া হয়। এই নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা বিচারাধীন। শামিমবাবুর দাবি, হাইকোর্টের আগের রায়ে স্পষ্ট বলা আছে কোন খাতে এই টাকা ব্যবহার করা যাবে, আর কোন খাতে যাবে না।
অন্যদিকে, রাজ্যের আইনজীবী এদিন আদালতে জানান, সাধারণত সেপ্টেম্বর- অক্টোবর মাসে এই মামলার জরুরী শুনানি হয়। তারপর গুরুত্ব তেমন থাকে না। এর আগেও একাধিক মামলায় এই নিয়ে আদালতের নির্দেশ হয়েছে। তাই পুজোর পর এই হিসেবের বিষয়টি দেখা হলে ভালো।
বিচারপতি সুজয় ঘোষ প্রশ্ন তোলেন, যেসব ক্লাব তাদের ইউটিলাইজেশন বিল দিচ্ছে না তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে? এর জবাবে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, মোট ৫২০টি ক্লাবের মধ্যে মাত্র
৩৬টি ক্লাব হিসেব জমা দেয়নি।
কিন্তু তাতে সন্তুষ্ট হননি বিচারপতি। তিনি স্পষ্ট বলেছেন, যারা এই নির্দেশ মানেনি তাদের ব্যাপারে রাজ্যের অবস্থান কী তা জানাতে হবে। মামলার পরবর্তী শুনানি সামনের বুধবার।