চিন্ময় ভট্টাচার্য
আমাদের ভারত, ১৮ ফেব্রুয়ারি: রাজ্যে শিক্ষিত বেকার তৈরির প্রথম ধাপ মাধ্যমিক এই বছর গোড়াতেই কলঙ্কিত হল! পরীক্ষা চলাকালীন অভিযোগ উঠল প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার। এদিন অর্থাৎ মঙ্গলবার থেকেই শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। এদিন পরীক্ষা হয়েছে প্রথম ভাষার। পরীক্ষা চলাকালীনই বাংলা প্রশ্নপ্রত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ক্রমশ সোশ্যাল সাইটে চালাচালি হতে শুরু করে প্রশ্নপত্র।
তবে, সেই প্রশ্নপত্র আদৌ এবছরের মাধ্যমিক পরীক্ষার কি না, তা-ই নিয়ে নানা মহলে সন্দেহ দানা বেঁধেছিল। বিভিন্ন মহলের দাবি, শেষ পর্যন্ত দেখা গিয়েছে, ওই প্রশ্নপত্র এই বছরের মাধ্যমিক পরীক্ষারই। পর্ষদ সূত্রে অবশ্য খবর, প্রশ্নফাঁসের অভিযোগ মিথ্যে। সব হিসেব করে দেখা গিয়েছে, দুপুর দেড়টার পরই প্রথম সোশ্যাল সাইটে প্রশ্নপত্র আপলোড হয়েছে।
মাধমিকে প্রশ্ন ফাঁসের অভিযোগ অবশ্য নতুন কিছু নয়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, নানা ব্যবস্থাও নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তবে শুধু প্রশ্ন ফাঁস হওয়াই নয়। বিনা অভিযোগে মসৃণগতিতে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, এমন নজির নেই বললেই চলে। আবার অনেক সময় এমনও দেখা গিয়েছে, যাকে ফাঁস হওয়া প্রশ্নপত্র বলে অভিযোগ করা হয়েছে, তা আসল প্রশ্নপত্রের সঙ্গে মেলেনি। অভিযোগের সেই ধারা থেকে এবারও যেন ছাড় পেল না মাধ্যমিক পরীক্ষা।