আমাদের ভারত, নদীয়া, ১১ সেপ্টেম্বর: প্রেমে সমস্যা, আর তার জেরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক যুবক। আত্মঘাতী হওয়ার আগে সে একটা সুইসাইড নোট লিখে গেছে। শান্তিপুর থানা এলাকার ঘটনা।
জানাগেছে, শান্তিপুর থানার বেলঘোরিয়ার বাসিন্দা পেশায় দুধের ব্যবসায়ী অলোক বিশ্বাস নামে ওই যুবকের সাথে এক যুবতীর প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে ফোনে ফোনে কথা বলার সময় ওই প্রেমিকার সাথে তার ঝামেলা হয়। এই ঝগড়াকে কোনও আমল দেননি পরিবারের লোকজন। শুক্রবার সকালে স্থানীয় একটি পুকুর পাড় থেকে অলোকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি প্রেমের কারণেই এই আত্মহত্যা। পরিবার সূত্রে জানা গেছে, অলোক ডায়েরিতে সুইসাইড নোট লিখে গেছে। শান্তিপুর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।