আমাদের ভারত, মালদা, ২ এপ্রিল: হাসপাতাল বা বাড়িতে নয় নৌকায় কোয়ারেন্টাইন সেন্টার বানিয়ে তাতে আশ্রয় নিয়েছেন ষাটোর্ধ্ব এক ব্যক্তি। ঘটনাটি মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকার ডোবা পাড়া গ্রামের।
এর আগে পুরুলিয়ায় চেন্নাই ফেরত সাত শ্রমিক আমগাছে আশ্রয় নিয়েছিলেন, এবার সংক্রমণ ছড়ানো বন্ধ করতে এক বৃদ্ধ নদীতে নৌকায় আশ্রয় নিলেন। মালদার টাঙ্গন নদীতে নৌকার ওপর রয়েছেন এই ব্যক্তি। তার বাড়ি নদীয়ার নবদ্বীপ থানার পাবনা পাড়া এলাকায়। সম্প্রতি হবিবপুরের বুলবুলচন্ডীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন তিনি। বাইরে থেকে আসায় এলাকার মানুষ তার বাড়িতে থাকা নিয়ে আপত্তি করে। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় চিকিৎসাকেন্দ্রে। চিকিৎসকরা চিকিৎসার পর তাকে ১৪দিন আলাদা থাকার পরামর্শ দেন। কিন্তু আত্মীয়র বাড়িতে অতিরিক্ত তেমন কোনও ঘর নেই। তাই সিদ্ধান্ত নেন তিনি নৌকার উপর দিন যাপন করবেন। এরপর থেকেই তিনি নৌকার ওপর কোয়ারেন্টাইনে রয়েছেন।
বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হবিবপুরের বিডিও।