সাথী দাস, পুরুলিয়া, ১৪ জুন: কোভিড ১৯ আবহে নিজেদের কাজ দায়িত্ব পূর্ণভাবে করে সমাজের সঙ্গে থাকার জন্য বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিদের সম্বর্ধনা জানাল যুব সংঘ নামে পুরুলিয়া শহরের ক্লাব। আজ পুরুলিয়া শহরের লজে সামাজিক দূরত্ব বজায় রেখে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্বর্ধনা দেওয়া হয়। এঁদের মধ্যে ছিলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধি ও সমাজ কর্মীরা।
উদ্যোক্তাদের মধ্যে বিদায়ী কাউন্সিলর সোহেল দাদ খান বলেন, ‘করোনা পরিস্থিতিতে সাংবাদিকরা সমাজে সঠিক তথ্য এবং সচেতনতার বার্তা পোঁছে দিচ্ছেন। নিজেদের সমাজ সেবায় নিয়োজিত করার জন্য তাদের করোনা যোদ্ধা বলা যেতেই পারে। এজন্যই তাঁদের সম্মান জানাতে পেরে গর্বিত আমরা’।
এদিন বিশিষ্ট সমাজসেবী তথা পুরুলিয়ার বর্তমান প্রশাসনিক বোর্ডের সদস্য বৈদ্যনাথ মন্ডল সহ এক জন সিভিক ভলান্টিয়ারকেও সম্বর্ধনা জানানো হয়।