ভুয়ো আইএএস অফিসার সেজে পণ নিয়ে বিয়ের অভিযোগে গ্রেফতার পুরুলিয়ার যুবক

সাথী দাস, পুরুলিয়া, ১২ জুন: আইএএস অফিসারের পরিচয় দিয়ে বিয়ের প্রতিশ্রুতি ও পণ নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। পুরুলিয়ার মফঃস্বল থানার গোপালপুর গ্রামের বাসিন্দা যুবকের নাম রিকো মাহাতো। ওই যুবকের বিরুদ্ধে ২০১৯ সালের ১ জুলাই পুরুলিয়ার মফস্বল থানায় একটি লিখিত অভিযোগ করেন পুডদা গ্রামের বাসিন্দা অপর্ণা মাহাতো।

ওই অভিযোগপত্রে তিনি জানান, ২০১৯ সালের ৪ জানুয়ারি রিকো মাহাতো আইএএস অফিসার হিসেবে পরিচয় দিয়ে তাঁর মেয়ের সঙ্গে বিয়ের জন্য রেজিস্ট্রি করে। এছাড়া বিয়ের খরচ বাবদ ১ লক্ষ ৪০ হাজার টাকা পণ নেয়। পরে অপর্ণা দেবীর মেয়ে শ্বশুর বাড়ি যেতে চাইলে নিয়ে যেতে চাইতো না রিকো। এমনকি মেয়ের সঙ্গে বিয়ের সম্পর্কও অস্বীকার করে। তখনই অপর্ণা দেবী ও তাঁর পরিবার খোঁজ নিয়ে জানতে পারেন যে রিকো আইএএস অফিসার নন। প্রতারণা করেছে। এর পরই সব কিছু জানিয়ে মফঃস্বল থানায় অভিযোগ করেন অপর্ণা মাহাতো। রিকো মাহাতোর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৯, ৫০৬, ৩২৩ এবং ১২০ বি ধারায় মামলা রুজু করে পুলিশ। অভিযোগের ভিত্তিতে অবশেষে রবিবার রিকো মাহাতোকে গ্রেফতার করে মফঃস্বল থানার পুলিশ। সোমবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার জেল হেফাজত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *