সাথী দাস, পুরুলিয়া, ১৬ মার্চ: জেএমবি জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্সের হাতে গ্রেফতার পুরুলিয়া জেলার পাড়া থানার অন্তর্গত মাপুইডি গ্রামের যুবক আনিরুউদ্দিন আনসারী। গত কয়েকবছর ধরে হাওড়া জেলার বাঁকড়ার মুন্সিডাঙ্গায় একটি বাড়িতে ভাড়া থাকতেন বছর আটত্রিশের ওই যুবক। স্থানীয় মসজিদের শিক্ষকতার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। গত ১৪ মার্চ তাকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গ্রেফতার করে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দু’জন জেএমবি জঙ্গিকে তার মুন্সিডাঙ্গার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন বলে অভিযোগ। যদিও তার বাবা শামসুউদ্দিন আনসারী ও মা আকুলা বিবি দাবি করেন, তাঁর ছেলে ওই সব কাজের সঙ্গে যুক্ত নন। এই বিষয়ে তাঁরা কিছু জানেন না বলেও দাবি করেছেন। তবে কয়েকদিন আগে আনিরুউদ্দিন বাড়ি এসেছিলেন বলে জানিয়েছেন তার বাবা। আনিরুউদ্দিন আনসারীর বাবা শামসুদ্দিন আনসারী স্থানীয় একটি মসজিদে মোয়াজিন (আজান দেওয়া) কাজের সঙ্গে যুক্ত।