সাথী দাস, পুরুলিয়া, ১ মার্চ: রাজ্যজুড়ে যখন ভোটে রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ তখন পুরুলিয়ায় ভিন্ন ছবি। ভোট ফলাফলের আগের দিন একই সাথে মিলন উৎসবে সামিল হলো সব রাজনৈতিক দল। এই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো পুরুলিয়া। আর এই কর্মকাণ্ডের উদ্যোক্তা পুরুলিয়ার নডিহা ফাঁড়িমোড় সোশ্যাল গ্রুপ। উদ্যোক্তাদের মধ্যে সৌমেন চট্টরাজ বলেন, “রাজনৈতিক পরিমণ্ডল পুরুলিয়া জেলায় আলাদা। এখানে ভোট শান্তিপূর্ণ হয় একই সঙ্গে দলমত নির্বিশেষে সব কাজে হাতে হাত মিলিয়ে কাজ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা। সৌভাতৃত্ব মনোভাব সবার মধ্যেই রয়েছে। তারই উপস্থাপনে আজকের এই অনুষ্ঠান।”

৬ ও ৭ নং ওয়ার্ডের সিপিএম প্রার্থী বর্ষা মাহাত, সুপ্রিয়া সেন, ৬ ও ৭ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রথীন্দ্রনাথ মাহাতো ও দুর্বা দত্ত এক সঙ্গে একই মঞ্চে ৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী মৌসুমী ঘোষ ও সোনালী রায়, এছাড়াও রয়েছে দুই ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীরা। স্থানীয় বিজেপি নেতারাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। সবাই মিলেমিশে একাকার হয়ে যায় আজ। চলে খোস গল্পও। রাজনীতির কচকচানি থেকে দূরে থাকলেন সবাই।


