“পুরুলিয়া শিল্প মানচিত্রে জায়গা পাবে”, আশাবাদী পার্থ

সাথী দাস, পুরুলিয়া, ২৭ মার্চ: শিল্পের জন্য পরিকাঠামোগত কোনো সমস্যা থাকবে না পুরুলিয়ায়। পুরুলিয়ার সাঁতুড়িতে একটি কারখানার উদ্বোধনে এসে সেই আশ্বাস দিলেন রাজ্যের শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় পুরুলিয়ার সাঁতুড়ি থানার পোড়াডিহায় শাকম্ভরী গ্রুপের একটি স্পঞ্জ কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে আসেন তিনি। সেখানেই পুরুলিয়া জেলা নিয়ে এই আশার কথা বলেন তিনি।

এদিন শিল্প মন্ত্রী বলেন, শাকম্ভরী সহ দেশের অন্তত পাঁচটা বড় ইস্পাত কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে এই রাজ্যে বিনিয়োগে। কিছুদিনের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শিল্প সম্মেলন করবেন সেই সময় এনিয়ে বেশ কয়েকটি চুক্তি সাক্ষরিত হবে। একটা বিশ্বজনিনতা রেখে পুরুলিয়া শিল্প মানচিত্রে একটা সুযোগ তৈরি করবে বলে এদিন আশা প্রকাশ করেন পার্থবাবু। পুরুলিয়ায় শিল্পায়নে বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, পুরুলিয়ার সাঁতুড়ির এই স্পঞ্জ আয়রন কারখানা চালু করা নিয়ে দীর্ঘ দিন ধরে দাবি ছিল এলাকাবাসীর। শাকম্ভরী সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দীপক কুমার আগারওয়াল বলেন, তাঁদের সংস্থা এই কারখানাটি অধিগ্রহণ করেছে। ২০১৩ সাল থেকে পোড়াডিহার এই কারখানাটি বন্ধ ছিল। সেই কারখানাটি অধিগ্রহণ করে মাত্র পাঁচ মাসের মধ্যে সেটিকে নবকলেবর দিয়ে চালু করলেন তারা। আপাতত দৈনিক দেড়শ টন স্পঞ্জ আয়রন তৈরি হবে এখানে। কর্ম সংস্থান হবে তিনশো জনের। আগামী দিনে এখানে অতিরিক্ত বিনিয়োগ করে টিএমটি বার প্রস্তুত করা হবে বলেও জানান তিনি। এই কারখানায় অত্যাধুনিক যন্ত্রপাতি লাগানো হয়েছে বলেও জানান তিনি।

রাজ্যের শিল্পায়ন প্রসঙ্গে বলতে গিয়ে বিশিষ্ট এই শিল্পপতি বলেন, “মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যের শিল্পের চালচিত্র বদলে গেছে। রাজ্যে কোনো বনধ এখন আর হয়না। হয়না কারখানায় ধর্মঘট। এতে বাইরের শিল্পপতিরা দারুণভাবে আকৃষ্ট হচ্ছেন বলে জানান তিনি। পুরুলিয়ায় শিল্পের পরিকাঠামোগত উন্নয়ন দেখার মতো হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ৫ নং রাজ্য সড়কটিকে ফোর লেন করা হলে খুব ভালো হয়। কারণ এই রাস্তা দিয়েই কাঁচা মাল ও উৎপাদিত পণ্য লরিতে করে যাতায়াত করছে। প্রচুর যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে।”

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না, পুরুলিয়ার সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক রাহুল মজুমদার সহ বিশিষ্ট জনেরা। কার্যত আজ থেকেই ওই কারখানায় কাজ শুরু হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *