সাথী দাস, পুরুলিয়া, ৩১ আগস্ট: এখন আর নেই মাও সন্ত্রাস। নেই বারুদের গন্ধ। বন্ধ হয়ে গেছে রক্তের স্রোত। তাই, শান্ত পুরুলিয়া জেলাকে আপাতত বিদায় জানাল নাগাল্যান্ড সশস্ত্র বাহিনী। আজ পুরুলিয়া ছেড়ে নিজের রাজ্যের উদ্দেশ্যে রওনা দিল নাগা জওয়ানরা। নিজের রাজ্যের উদ্দেশ্যে রওনা দেওয়ায় রীতিমতো খুশির আমেজ দেখা গেল নাগা জওয়ানদের মধ্যে।
২০১০ সাল থেকে পুরুলিয়া জেলার মাও উপদ্রুত জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় নাগা বাহিনীর ক্যাম্প করা হয়েছিল। মাও সন্ত্রাস ঠেকাতে মোতায়েন করা হয়েছিল তাদের। পুরুলিয়ার বলরামপুর থানার কুমারী কানন ও পাথর বাঁধ, বাঘমুন্ডির হিলটপ ও পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্প স্থল, আড়ষা থানার সিরকাবাদ এবং কোটশিলা থানার মুরগুমায় তাদের ক্যাম্প ছিল। পর্যায়ক্রমে বিভিন্ন ব্যাটেলিয়ান ক্যাম্পগুলিতে থাকতো। এই ৬টি ক্যাম্প থেকে পুরুলিয়া জেলা পুলিশের সহযোগিতায় মাও সন্ত্রাস মুক্ত করতে পেরেছিল তারা।

আপাতত পুরুলিয়া জেলায় মাও গতিবিধি তেমন না থাকলেও কোনও ভাবেই নিরাপত্তা শিথিল করতে চায় না রাজ্য সরকার। তাই, পুরুলিয়া জেলা থেকে নাগা বাহিনী সরে গেলেও কুমারী কানন ও মুরগুমায় মোতায়েন করা হচ্ছে সিআরপিএফ এবং রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী।
নিজের রাজ্যে ফিরে যাওয়ার আগে পুরুলিয়া জেলার ভূয়শী প্রশংসা করলেন নাগাল্যান্ড আর্মড ফোর্সের ১৪ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার ইয়ানচু চ্যাং। তিনি জানান, “পুরুলিয়া জেলার মানুষ খুবই মিশুকে এবং শান্ত। আমরা এখানে তাদের সঙ্গে মিলেমিশে ছিলাম।”


