সাথী দাস, পুরুলিয়া, ৩ ফেব্রুয়ারি: শুভেন্দু অধিকারীর জনসভার আগে তাঁর কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখাল জয়পুর যুব তৃণমূল কংগ্রেস। জয়পুর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি দিব্যজ্যোতি সিং দেও’র নেতৃত্বে ‘গো ব্যাক শুভেন্দু’ শ্লোগান দিয়ে হাতে কাল ঝাণ্ডা নিয়ে বাইক মিছিল করে। পরে বিজেপির সভা মঞ্চের সামনেই শুভেন্দু অধিকারীর কুশপুতুল জ্বালিয়ে ধিক্কার জানিয়ে দিব্যজ্যোতি জানান, “শুভেন্দু অধিকারী গাদ্দার মীরজাফর। তিনি পুরুলিয়ার যুবকদের চাকরি খেয়েছেন। আজ দিদি উনার জন্য কত কি করেছেন। তিনি সুবিধা নিয়ে আজ মীরজাফরের মতো এক জুমলাবাজের দলে গেছেন। আর আজ সেই মীরজাফর জয়পুর আসছেন কী মুখে?”
এদিন দিব্যজ্যোতি সিং দেও হুঙ্কার দিয়ে চেলেঞ্জ ছুঁড়ে বলেন, “যদি সাহস থাকে শুভেন্দু অধিকারী জয়পুর বিধানসভা থেকে জিতে দেখান।”
এদিকে বিজেপির সভার আগে জয়পুরের এই অবস্থায় রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি হয়েছে তৃণমূলের।
প্রসঙ্গত, আগামী কাল জয়পুর আর বি বি হাই স্কুল ময়দানে বিজেপির জনসভা রয়েছে। সেখানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।