তামাকজাত দ্রব্য সেবনে জরিমানা নেওয়া শুরু পুরুলিয়ায়, চলল কান ধরে উঠবস

সাথী দাস, পুরুলিয়া, ১৬ আগস্ট: জনবহুল এলাকায় গুটখা, ধূমপান সহ নানান তামাকজাত দ্রব্য সেবন রুখতে বিশেষ অভিযান শুরু করল তামাক মুক্তি কেন্দ্র। শুধুমাত্র সচেতনতামূলক প্রচার নয়, লোকালয়ে তামাকজাত দ্রব্য ব্যবহার করলেই মিলছে কড়া ধমক সঙ্গে ২০০ টাকা অবধি জরিমানা। জরিমানা না দিয়ে অনেকে কানমোলা উঠবস করে অবশ্য রেহাই পেলেন।

আজ দুপুরে পুরুলিয়া সদর হাসপাতাল, বাসস্ট্যান্ড, ট্যাক্সিস্ট্যান্ড, হাট মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যৌথ অভিযান চালাল পুলিশ ও তামাক মুক্তি কেন্দ্র। এই অভিযানে প্রভাব পড়েছে পুরুলিয়া শহরজুড়ে। প্রসঙ্গত, ২০১৭ সালে পুরুলিয়া জেলা জুড়ে তামাকজাত দ্রব্য ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা মূলক প্রচার শুরু করে তামাক মুক্তি কেন্দ্র। কিন্তু গত ৪ বছরেও সচেতনতামূলক প্রচারে সাধারণ মানুষের পক্ষ থেকে কোনও সদর্থক প্রতিক্রিয়া মেলেনি বলে দাবি তামাক মুক্তি কেন্দ্রের আধিকারিকদের। তাই এবার সচেতনতার প্রচার নয়, তামাকজাত দ্রব্য ব্যবহারকারীদের বিরুদ্ধে কড়া ধমক ও সঙ্গে ২০০ টাকা অবধি জরিমানা করছে তামাক মুক্তি কেন্দ্র ও পুলিশ।

এই বিশেষ অভিযানে থাকা জেলা উপদেষ্টা দেবাশীষ শান্তিকারি বলেন, “চার বছর ধরে সচেতনতামূলক অভিযান চালিয়েও সাধারণ মানুষের মধ্যে পরিবর্তন বা নিজেদের বদ অভ্যাস ত্যাগ করানো যায়নি। তাই এবার স্পট ফাইন করে জনমানষে প্রভাব বিস্তারের প্রচেষ্টা চালানো হচ্ছে। আগামী দিনে সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান বা দফতরে গুটখা, ধূমপান সহ নানান তামাকজাত দ্রব্য বেচাকেনা বিক্রি বন্ধের জন্য অভিযান হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *