সাথী দাস, পুরুলিয়া, ৬ মে: দাবদাহের পর কালবৈশাখী খানিকটা স্বস্তি দিলেও বাজ পড়ে দুই যুবকের মৃত্যু হল। আহত হন আরও দুই জন। সোমবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে আড়ষাতে। ঘটনার পরই স্থানীয়রা আহতদের পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে আনেন। এঁদের মধ্যে দুই জনকে মৃত বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আহত দু’জন চিকিৎসাধীন রয়েছেন। মৃত দুই জনের নাম প্রিয় রঞ্জন মাহাতো (২৩) ও রাহুল কুমার (২১)। দুজনেরই বাড়ি আড়ষাতে।
দুপুরে ঝড় বৃষ্টির সময় পুকুর পাড়ে একটি গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন এঁরা। সেই সময়ই সশব্দে বজ্রপাত হয় সেখানে। তার পরই ঝলসে যায় এঁদের শরীরের একাংশ। এদিন, বৃষ্টি খুব বেশি না হলেও দাবদাহ থেকে স্বস্তি মেলে। যদিও দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। দুপুরে শিলা বৃষ্টি ও ঝড় হয় বিক্ষিপ্তভাবে।