সাথী দাস, পুরুলিয়া, ৯ ডিসেম্বর: নীরবতা পালন, মোমবাতি জ্বালিয়ে ও ফুল দিয়ে তামিলনাড়ুর কুন্নুরে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের উদ্দেশ্যে শ্রদ্ধানুষ্ঠান হল পুরুলিয়ায়। সন্ধেয় পুরুলিয়া শহরের কসাই মহল্লা এলাকায় শোকানুষ্ঠানটি হয়। স্থানীয় পুরসভার কো অর্ডিনেটরের উদ্যোগে যোগ দেন স্থানীয় বাসিন্দারা। মানবিক আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে কাশিপুর মধ্যবাজার এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির কাছে নিহতদের শ্রদ্ধা জানান সদস্যরা।
প্রসঙ্গত, তামিলনাড়ুর কুন্নুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বুধবার। সেনার কপ্টার ভেঙ্গে মৃত্যু হয় দেশের প্রথম সিডিএস বিপিন রাওয়াতের। ওই দিন বেলা ১২টা ৪০ নাগাদ নীলগিরির কাছে আচমকা ভেঙ্গে পড়ে ওই কপ্টার। ওই হেলিকপ্টারেই ছিলেন চিফ অফ ডিফেন্সের স্টাফ বিপিন রাওয়াত। স্ত্রী মধুলিকা রাওয়াতের সঙ্গে তিনি সুলুর থেকে কুন্নুরে যাচ্ছিলেন। মাঝ আকাশে ঘটে বিপত্তি। ঘটনায় মৃত্যু হয়েছে মোট ১৩ জনের। তাঁদের মধ্যে রয়েছেন বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকাও।