সাথী দাস, পুরুলিয়া, ৪ জুলাই: জেলাবাসীকে সুরক্ষিত রাখার জন্য সম্মান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করার কর্মসূচি শুরু করল ‘পুরুলিয়া নাগরিক মঞ্চ’। তালিকায় রয়েছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের মানুষজন। জেলার বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত ও বিশিষ্টজনদের নিয়ে গঠিত এই মঞ্চ করণা আবহে নিয়ে শুধু জন সচেতনই নয়, দুঃস্থদের হাতে তুলে দিয়েছে খাদ্য ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী।
তারই অঙ্গ হিসেবে পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সিলভামুরুগনকে সম্মান প্রদান করলেন। কোভিড ১৯ পরিস্থিতিতে পুরুলিয়ার মানুষকে সুরক্ষিত রাখার বিশেষ অবদানের জন্য এই সম্মান জানালেন তাঁরা। মঞ্চের পাঁচ সদস্য তারকেশ চ্যাটার্জি, বৈদ্যনাথ মন্ডল, অজিত সরাওগী, প্রবীর সরকার ও ঋতুরাজ দে পুলিশ সুপারের কক্ষে গিয়ে তাঁকে উত্তরীয়, পুষ্প স্তবক, সম্মাননা স্মারক তুলে দেন। পরে পুরুলিয়া সদর থানার ওসি দেবাশীষ ব্যানার্জিকেও সম্মান জানান তাঁরা।