করোনা সংক্রমণের আশঙ্কায় টানা ১২দিন পুরুলিয়া পৌরসভা দফতর বন্ধ

সাথী দাস, পুরুলিয়া, ১২ আগস্ট: সংক্রমণের আশঙ্কায় টানা ১২ দিন পুরুলিয়া পৌরসভা বন্ধ রাখার সিদ্ধান্ত। এক কর্মীর কোভিড-১৯ পজিটিভ দেখা দিতেই সতর্কতামূলক এই ব্যবস্থা নেয় পুর কর্তৃপক্ষ। মঙ্গলবার থেকেই বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়। যদিও বিষয়টি নিয়ে মাইকিং বা জন প্রচার করা হয়নি। পুরসভার হয়ে প্রশাসনিক বোর্ডের অন্যতম সদস্য বৈদ্যনাথ মন্ডল জানান,’এক কর্মীর দেহে করোনা পজিটিভ রিপোর্ট আসায় আমরা সতর্কতা মূলক এই ব্যবস্থা গ্রহণ করি। পুরসভার সমস্ত বিভাগ বন্ধ থাকলেও জরুরি পরিষেবা সচল থাকবে।’

আজ ৪৬ জন পুর কর্মীর লালারস নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার পর সবারই ফল নেগেটিভ আসে। কর্মীদের স্বস্তির নি:শ্বাস পড়লেও কোনও রকম ঝুঁকি নিচ্ছে না পুর কর্তৃপক্ষ। তবে, জরুরি পরিষেবার মধ্যে থাকা পানীয় জল সরবরাহ, জঞ্জাল ও সাফাই এবং বিদ্যুৎ বিভাগ সচল থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *