সাথী প্রামানিক, পুরুলিয়া, ৩১ মার্চ: দমকলের সাহায্য নিয়ে পুরুলিয়া পৌরসভা ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে শুরু হয়েছে জীবাণুমুক্ত করার কর্মসূচি। মঙ্গলবার, পুরুলিয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার দুই পাশেই জীবাণুনাশক তরল স্প্রে করা হয়। এই কাজে সহযোগিতা করে দমকলের জরুরি পরিষেবা শাখা।করোনা মহামারি থেকে বাঁচতে সারা দেশে লকডাউন করা হয়েছে। এরই পাশাপাশি ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে তৎপর হয়েছে প্রশাসন। এদিন পুরুলিয়া শহরের মেইন রোডে স্যানিটাইজার স্প্রে করা হয়।

এদিন এই কর্মসূচির তদারকি করার সময় পুরুলিয়া পুরসভার উপপুরপ্রধান বৈদ্যনাথ মণ্ডল জানান, “স্যানিটাইজার স্প্রে করে সংক্রমণ মুক্ত করার একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে। পুরুলিয়া জেলা পুলিশ ও দমকল বিভাগের কর্মীদের সাথে যৌথভাবে এইউদ্যোগ নেওয়া হল। এটা জারি থাকবে। এছাড়া এরপর বিভিন্ন ওয়ার্ডেও এইভাবে জীবাণু মুক্ত করার কাজ ত্বরান্বিত করা হবে। বাদ যাবে না জনবসতি এলাকাগুলিও।’ এদিন পুলিশের পক্ষ থেকে মাইকিং করে শহরবাসীকে ঘরে থাকার জন্য অনুরোধ জানানো হয়।

