সাথী দাস, পুরুলিয়া, ৩১ মার্চ: আগেও হয়েছিল। তেমন সাফল্য না মেলায় ফের প্লাস্টিক থার্মোকল মুক্ত শহর গড়তে পথে নামল পুরুলিয়া পুর বোর্ড। পুরুলিয়া শহরকে পরিষ্কার রাখতে স্বচ্ছতম যাত্রা শুরু করল পুরুলিয়া পৌরসভা। পৌরপ্রধানের নেতৃত্বে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ও পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে শহরে একটি মিছিলের আয়োজন করা হলো শুক্রবার সন্ধ্যায়।
পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান ও কাউন্সিলররা সামনের সারিতে থেকে নির্মল সাথী, নির্মল বন্ধু ও বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে পুরুলিয়া পৌরসভা চত্বর থেকে একটি মিছিল বের করা হয়। বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শহরবাসীকে সচেতনতার বার্তা দেন তাঁরা। এর উদ্দেশ্য হল শহরকে পরিষ্কার রাখা। যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলার জন্য পথচারী, দোকানদার ও বাসিন্দাদের অনুরোধ করা হয়।

