সাথী প্রামানিক, পুরুলিয়া, ২১ নভেম্বর: জন সাধারণের সবাই ‘ভালো’ চান। আর তাই, যান বাহনের ভির রুখতে পার্কিং ফি চালুর পর দিনই পুরুলিয়া মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করল বিজেপি ও তৃণমূল। পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে আজ সকাল থেকে এই রাজনৈতিক কর্মসূচি দেখলেন উপস্থিত রোগীর পরিজনরা। আর যাদের জন্য পার্কিং ফি চালু করা হয়েছে সেই সব যান বাহন, অ্যাম্বুলেন্সের মালিক ও চালকরা দুই দলের সঙ্গে মিলে গিয়ে প্রতিবাদে শামিল হলেন।
শুক্রবার থেকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সংরক্ষিত স্থানে সাইকেল, দুচাকা, তিন চাকা, চার চাকা সহ প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখতে প্রবেশ মূল্য চালু করে। হাসপাতাল চত্বরে তা নোটিশ দিয়ে আগে থেকেই জানিয়ে দেয় তারা। বিষয়টি নিয়ে রাজনৈতিক ভাবে প্রতিবাদ করার কর্মসূচি নেয় বিজেপি।
আজ সকালে পূর্ব ঘোষিত পুরুলিয়া শহর যুব মোর্চা সদর হাসপাতালে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ করে প্রতিবাদ জানায়। দলীয় কর্মসূচিতে সামিল হন বিজেপি উত্তর শহর মন্ডল সভাপতি সত্যজিৎ অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব।
বিজেপির প্রতিবাদ কর্মসূচি চলাকালীন সেখানেই একই ইস্যুতে সদলবলে প্রতিবাদ জানান তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া শহর সভাপতি বিভাস রঞ্জন দাস। তিনি জানান, “আমরা মানুষের স্বার্থে কাজ করি। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে অনেকেই বিপাকে পড়ছেন। তাই, ফি না নেওয়ার জন্য আবেদন রাখি। আশা করি তা মেনে সিদ্ধান্ত বদল করবে তারা।”
শাসক দলের কার্যত সরকার বিরোধিতাকে কটাক্ষ করে বিজেপি। বিজেপির শহর মন্ডল সভাপতি সত্যজিৎ অধিকারী বলেন, “এটা তৃণমূল আর হাসপাতাল কর্তৃপক্ষের গট আপ কেস। এই নাটকটা আজ সাধারণ মানুষ প্রত্যক্ষ করলেন।”
হাসপাতাল চত্বরে অবাঞ্ছিত সাইকেল, মোটর বাইক, চার চাকার যান বাহনের পার্কিং রুখতে শুক্রবার থেকে ফি চালু করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। আর এই নিয়ে রাজ নৈতিকভাবে কর্মসূচি করে শাসক তৃণমূল ও বিজেপি।