সাথী দাস, পুরুলিয়া, ১২ মে: হঠাৎ করে কাজ চলে গেল ১৮০ জন অস্থায়ী বন কর্মীর। এঁদের মধ্যে মহিলাও রয়েছেন। পুরুলিয়া বন বিভাগের অন্তর্গত অযোধ্যা সহ ৮টি রেঞ্জের ওই কর্মীরা এখন বন দফতরের কাছে উদ্বৃত্ত। রাতারাতি কাজ চলে যাওয়ায় দিশেহারা ওই কর্মচুত্যরা। শেষ পর্যন্ত পুরুলিয়া বন বিভাগের বিভাগীয় আধিকারিক কার্তিকেয়ন এম- এর দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। সেখানে প্রথমে অর্ধেক টাকায় কাজ করার প্রস্তাব দেওয়া হয়। পরে সেই প্রস্তাব নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন ওই কর্মীরা।

কর্মচ্যুত ওই কর্মীরা জানান, ২০১৩ সাল থেকে দৈনিক মজুর হিসেবে নিয়োগ করা হয়। মাসে সাকুল্যে হাতে পেয়ে আসছিলেন ৩৫০০ থেকে ৪৫০০ টাকার মতো। তাঁদের মধ্যে মহিলাদের করানো হতো বন সৃজনের কাজ। পুরুষদের বিভিন্ন কাজের সঙ্গে হাতি তাড়ানো, বন সম্পদ রক্ষণাবেক্ষণের কাজও করানো হতো। সামান্য টাকা হাতে নিয়ে নিজেদের দক্ষ করে তুলেছিলেন তাঁরা। আর এর মধ্যেই কাজ হারানোর পরিস্থিতি তৈরি হয়ে গেল। যেন বিনা মেঘে বাজ পড়ল তাঁদের মাথায়।
গোটা বিষয়টি নিয়ে অনুতপ্ত বন দফতরের দক্ষিণ পশ্চিম সার্কেলের সি সি এফ মনসা রঞ্জন ভট্ট। তিনি আশ্বস্ত করে পরিষ্কার জানান, “এঁদের কাজ থাকছে। যেমন টাকা পাচ্ছিলেন তেমনই পাবেন।”

