৪ আন্তর্জাতিক চন্দন কাঠ পাচারকারীকে গ্রেফতার করল পুরুলিয়া জেলা পুলিশ, উদ্ধার চন্দন কাঠ

সাথী দাস, পুরুলিয়া, ৭ ডিসেম্বর: বাঘমুন্ডিতে চন্দন গাছ চুরির ঘটনায় ৪ জন পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম সমীর নস্কর, তার বাড়ি হাওড়ার সালকিয়ায়। বাকি ধৃতরা হল সন্তোষ কুমার সাউ, গণেশ বারিক ও অখিল বারিক। এদের বাড়ি ওড়িশার খুড়দা এলাকায়। জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, “এখনও পর্যন্ত ১৮০ কেজি কাঠ উদ্ধার হয়েছে। চুরি হওয়া আরও ৫ কুইন্টালের বেশি চন্দন কাঠ উদ্ধার হতে পারে। আন্তর্জাতিক পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত ধৃতরা।”

১২ ও ১৩ অক্টোবর পর পর দুদিনে পুরুলিয়া বন বিভাগের অন্তর্গত বাঘমুন্ডি রেঞ্জের বুড়দা বিট অফিস ও পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম থেকে কয়েক লক্ষ টাকার চন্দন গাছ কেটে নিয়ে যায় দুষ্কৃতীরা। তার পরই বনদফতর পুলিশের কাছে অভিযোগ জানায়। তার ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। তথ্য প্রযুক্তি ও মানুষের সাহায্য নিয়েই তদন্তে সাফল্য পায় পুলিশ। ধৃতদের জেরা করে এই ঘটনার সঙ্গে যুক্ত স্থানীয় ও ভিন রাজ্যের বেশ কিছু দুষ্কৃতীদের খোঁজ পেয়েছে পুলিশ। দ্রুত তাদের গ্রেফতার করতে পারবে বলে পুলিশের বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *